সিরাজগঞ্জ এনায়েতপুরে এমপি’র ত্রাণ পেল ১ হাজার দুস্থ

সেলিম রেজা, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের এনায়েতপুরে বন্যায় ক্ষতিগ্রস্থদের মাঝে জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর ৪৫তম প্রয়ান দিবস উপলক্ষ্যে স্থানীয় সংসদ সদস্য আবদুল মমিন মন্ডলের নিজস্ব তহবিল খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
আরও পড়ুন
মঙ্গলবার সকালে দলীয় কার্যালয় চত্ত্বরে সদিয়া চাঁদপুর ও স্থল ইউনিয়নের ক্ষতিগ্রস্থ ১ হাজার পরিবারের মধ্যে হাতে চাল, ডাল, তেল, লবন, চিড়া, স্যালাইন, ওষুদ, গামছা ও চিনি তুলে দেন দলীয় নেতৃবৃন্দ।
এ সময় এনায়েতপুর থানা আ’লীগের সাধারন সম্পাদক (ভার:) আজগর আলী বিএসসি, সহসভাপতি অধ্যক্ষ বজলুর রশিদ, আহম্মদ মোস্তফা খান বাচ্চু, হাতেম আলী মাষ্টার, শাহজাহান আলী মিয়া, এমপির বক্তিগত সহকারী তাজ উদ্দিন, ইউপি চেয়ারম্যান রাশেদুল ইসলাম সিরাজ, সাংগঠনিক সম্পাদক এবিএম শামীম হক, শওকত আলী ও জেলা ছাত্রলীগের সাবেক সহভাপতি ও এমপির এপিএস রুবায়েত হাবিব রবিন।
