সিরাজগঞ্জের বেলকুচিতে বাসচাপায় নিহত ২।

সোহাগ হাসান জয় ,সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ বেলকুচি উপজেলায় বাসচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও একজন। বুধবার সন্ধার দিকে সিরাজগঞ্জ-বেলকুচি আঞ্চলিক সড়কের সুবর্ণসাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।নিহত বেলকুচি পৌর এলাকার শেরনগর মহল্লার আব্দুল কুদ্দুস মুন্সীর ছেলে হযরত আলী (২৭) একই এলাকার আব্দুল হাকিমের ছেলে সবুজ শেখ (২৮)। বেলকুচি থানার ওসি গোলাম মোস্তফা এ তথ্য নিশ্চিত করেন।
