লালমনিরহাটে ফ্রান্সে মাহানবী(সঃ) এরঁ ব্যঙ্গ্য কাটুন চিত্র প্রদর্শন করার প্রতিবাদে বিক্ষোভ

সেলিম মিয়া,লালমনিরহাট প্রতিনিধি : মহানবী(সঃ) এরঁ ব্যঙ্গ্ কাটুন চিত্র প্রদর্শন করার প্রতিবাদে বিক্ষভ মিছিল করেছে ইসলামি আন্দোলন বাংলাদেশ লালমনিরহাট জেলা শাখা।জেলা শহরের ষ্টেশন মোড় এলাকায় অবস্থিত ইসলামি আন্দোলন বাংলাদেশ এর কার্যালয়ের সামনে থেকে শুরু করে বিক্ষোভ মিছিলটি শহরের মিশন মোড়ের দিকে অগ্রসর হতে থাকলে পুলিশি বাধার সম্মুখীন হয়। পরে নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করেন।সমাবেশে বক্তব্য রাখেন ইসলামি আন্দোলন বাংলাদেশ লালমনিরহাট শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইব্রাহিম হোসেন খান , সাধারণ সম্পাদক শফিউল্লা মাহমুদ ,পৌর শাখার সভাপতি হাফেজ মোঃ সুলতান মাহমুদ , সাধারণ সম্পাদক হাফেজ রমজান গাজি প্রমুখ।এ সময় বক্তারা উপস্থিত সকলকে ফ্রান্সের সব ধরনের পন্য পরিহার করার আহবান জানান।
