লক্ষীপুরে করোনায় মারা গেলো ইউনিয়ন চেয়ারম্যান

করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল। (ইন্নালিল্লাহে…. রাজেউন)।
রবিবার (১৬আগস্ট) সন্ধ্যায় কুমিল্লার একটি হাসপাতালে মারা যান তিনি।
চেয়ারম্যান বাবুল জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদকের দায়িত্বে ছিলেন। তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন জেলা আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ গোলাম ফারুক পিংকু।
স্থানীয় সূত্র জানায়, গত ৪/৫ দিন থেকে ইউপি চেয়ারম্যান বাবুল অসুস্থ হয়ে পড়েন। ১৪ আগষ্ট তার করোনা পজিটিভ রিপোর্ট আসে।
রবিবার চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে অবস্থার অবনতি হলে তাকে কুমিল্লার একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
সন্ধ্যা ৭টার দিকে সেখানেই মারা যান তিনি। তাঁর মৃত্যুতে আওয়ামীলীগের নেতা-কর্মী সহ ইউনিয়নবাসীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।
