র্যাবের অভিযানে ১২২ বোতল ফেনসিডিল উদ্ধার বরিশালে

বরিশাল নগরীর মাখরকাঠি এলাকার একটি বাগান থেকে ১২২ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে র্যাব-৮। তবে র্যাবের উপস্থিতি টের পেয়ে ফেনসিডিলের হোতা মো. মিলন হাওলাদার (৪৪) পালিয়ে যায়। বুধবার রাতে এই অভিযান চালায় তারা। বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব-৮ এ তথ্য নিশ্চিত করেছে। এ ঘটনায় র্যাবের ডিএডি মো. সাবুর আলী বাদী হয়ে রাতেই নগরীর বিমানবন্দর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন। মাখরকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মেহগনি বাগানের মধ্যে মাদক বিক্রির গোপন খবর পায় র্যাব। পরে র্যাবের একটি দল সেখানে অভিযান চালায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে ফেনসিডিলের হোতা মিলন পালিয়ে গেলেও বাগান তল্লাশি করে ১২২ বোতল ফেনসিডিল উদ্ধার করেন তারা।
