ভৈরবের আগানগর ইউনিয়নে ১কোটি ৬৭ লক্ষ টাকার কাজের উদ্ধোধন করেন উপজেলা চেয়ারম্যান

আরিফুল ইসলাম মামুন, ভৈরব প্রতিনিধিঃ আজ বুধবার সকাল ১১ঘটিকায় আগানগর ইউনিয়নের গকুল বাজারে ইউনিয়ন পরিষদের সামনে উদ্ধোধন শেষে আলোচনা সভা করা হয়। সভায় আগানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো: মোমতাজ উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ভৈরব উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো: সায়দুল্লাহ মিয়া, বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রকৌশলী আবু ইউসুফ, উপজেলা যুবলীগের আহবায়ক অরুন আল আজাদ, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য হায়দার আলী, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি লায়েছ মিয়া, ভৈরব উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম- সাধারণ সম্পাদক ওয়াদুদুররহমান জুয়েল, আওয়ামী লীগ নেতা মো: আকবর আলী (সাবেক মেম্বার) ইউনিয়ন আওয়ামী লীগের সকল নেতাকর্মী বৃন্দ। সঞ্চালণে ছিলেন আগানগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান মো: হুমায়ুন কবির। প্রধান অতিথি বলেন দুইটি গুরুত্বপূর্ণ রাস্তা মেরামতের জন্য মাননীয় সংসদ নাজমুল হাসান পাপন সাহেবের চেষ্টায় ১কোটি ৬৭ লক্ষ টাকা বরাদ্দ হয়।শ্রীনগর নতুন বাজার হতে ভায়া লুন্দিয়া পযর্ন্ত দুই ভাগে মেরামতের জন্য টেন্ডার হয়, একটি গকুলনগর বাজার হতে শ্রীনগর নতুন বাজার প্রকল্পের জন্য ৫৮ লক্ষ টাকা। অন্যটি গকুলনগর বাজার হতে লুন্দিয়া পযর্ন্ত ১কোটি ৯লক্ষ টাকা বরাদ্দে টেন্ডার হয়। প্রতিটি ইউনিয়নে উন্নয়ন কাজ চলছে এবং বাকি কাজ গুলো সম্পর্ন্ন করা হবে। পরিশেষে সকল নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন আগামী ইউনিয়ন পরিষদে নিবাচনে যে কোন প্রার্থী নৌকার মনোনয়ন পাবেন তার পক্ষে সকলে মিলে মিশে কাজ করার আহবান জানান।
আরও পড়ুন
