ভারতে করোনা রোগীর সংখ্যা ২৫ লাখ ছাড়ালো

ভারতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ৬৫ হাজার দুইজন করোনা রোগী শনাক্ত করা হয়েছে। দেশটিতে এ পর্যন্ত করোনা ২৫ লাখ ২৬ হাজার ১৯২ জন করোনা রোগী শনাক্ত করা হয়েছে । ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত একদিনে দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৯৯৬ জন। ভারতে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৪৯ হাজার ৩৬ জন। এছাড়া ভারতে এ পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ১৮ লাখ ৮ হাজার ৯৩৬ জন।
