বিক্ষোভের মুখে লেবাননে প্রধানমন্ত্রীর পদত্যাগ

লেবাননের প্রধানমন্ত্রী হাসান দিয়াব ব্যাপক বিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন । টেলিভিশনে আজ সোমবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণে পদত্যাগের ঘোষণা দেন তিনি। ৪ আগস্টে বৈরুত বন্দরের বিস্ফোরণে দুই শতাধিক মানুষ নিহত হয়। আহত হয় ৬ হাজারেরও বেশি মানুষ। ওই ঘটনায় লেবাননে সরকারবিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়ে।তাঁর মন্ত্রিসভার সব সদস্যও পদত্যাগ করেছেন। দেশটির সরকার ভেঙে গেল এর মধ্য দিয়ে । বৈরুত বন্দরে ভয়াবহ বিস্ফোরণের পর প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভ শুরু হয় গত মঙ্গলবার । কাতারভিত্তিক আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ কথা জানানো হয়। জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী হাসান দিয়াব বলেন, ‘দুর্নীতির মহামারির কারণেই বৈরুত বন্দরে ভয়াবহ ওই বিস্ফোরণের ঘটনা ঘটে। দেশের চেয়ে করাপশন সিস্টেম বড় হয়ে উঠেছে।’ তিনি বিস্ফোরণের জন্য দায়ীদের শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান।
