বার্সা কোচ সেতিয়েন বরখাস্ত হচ্ছেন

বার্সেলোনা সভাপতি জোসেপ মারিয়া বার্তোমেউ নির্বাহী কমিটির জরুরি বৈঠক ডেকেছেন। সম্ভবত সোমবারই হবে এই বৈঠক। সম্ভাব্য জরুরি বৈঠক নিয়ে একই রকম সংবাদ প্রকাশ করেছে রেডিও আরএসি ওয়ানও।এ ব্যাপারে একটি বৈঠকের এএফপিকে নিশ্চিত করেছেন । তবে বৈঠকটি কখন অনুষ্ঠিত হবে তা জানানো হয়নি। তবে রেডিও আরএসি-ওয়ান জানিয়েছে স্থানীয় সময় বেলা ১১টার দিকে বৈঠক শুরু হতে পারে।কোচ সেতিয়েনকে বরখাস্ত করার সিদ্ধান্ত হতে পারে। সেই সঙ্গে ক্লাবের প্রেসিডেন্ট নির্বাচনের দিন-তারিখ নির্ধারণ করা হতে পারে।
