ফেনী ২৫০ শয্যা জেনারেল আবাসিক অফিসার ডাঃইকবাল করোনা আক্রান্ত

রোগীদের সেবায় সদা নিয়োজিত থাকা হস্যউজ্জ্বল সদালাপি ২৫০ শয্যা বিশিষ্ট ফেনী সরকারী আধুনিক জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃইকবাল হোসেন ভূঞাঁসহ হাসপাতালটির ভিবিন্ন পদে দায়িত্বরত ৬ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।আক্রান্তদের মধ্যে বাকী ৫ জন হলেন,ল্যাব টেকনেশিয়ান আনোয়ার হোসেন রুবেল,অফিস সহকারী কাম হিসাব রক্ষক খায়রুল বাশার মজনু,ফার্মাসিষ্ট পেয়ারা বেগম এবং ওয়ার্ড মাষ্টার নুরুন নবী ও তার সহকর্মী।১১ আগস্ট (মঙ্গলবার) নোয়াখালীর আবদুল মালেক উকিল মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ফেনী জেলায় করোনায় নমুনা দেওয়া ৪৫ জনের নমুনা পরীক্ষার ফলাফল আসে।এদের মধ্যে ফেনী সদর উপজেলায় করোনা সনাক্ত হয় ১০ জনের শরীরে,যার মধ্যে ৬ জনই হচ্ছে ফেনী সদর হাসপাতালে দায়িত্বরত কর্মকর্তা ও কর্মচারী।
ফেনী সদর হাসপাতাল সূত্রে পাওয়া তথ্যের ভিত্তিতে জানযায়,হাসপাতালের মেডিকেল আবাসিক অফিসার ডাঃইকবাল হোসেন ভূঞাঁ গত ৯ আগস্ট (রোববার) থেকে শারীরিক অসুস্থতায় ভূগছিলেন।১০ আগস্ট (সোমবার) তিনি করোনা পরীক্ষায় নমুনা দেন এবং ১১ আগস্ট (মঙ্গলবার) রাতে তার দেওয়া নমুনা পরীক্ষার ফলাফল পজেটিভ আসে।ডাঃইকবাল হোসেন শরীরে জ্বর ও গায়ে ব্যথা নিয়ে আইসোলেশানে থেকে করোনা সংক্রমন থেকে মুক্ত হওয়ার লক্ষে চিকিৎসা নিচ্ছেন।ডাঃইকবাল হোসেন ভূঞাঁ’র সুস্থতা কামনায় ফেনী সদর হাসপাতালে দায়িত্বরত সকল ডাক্তার ও ভিবিন্ন পদে কর্মরত অন্যান্য কর্মকর্তা কর্মচারীগণ মহান আল্লাহ্ তাআলার দরবারে দোয়া চাওয়ার জন্য দেশবাসীর প্রতি অনুরোধ জানিয়েছেন।
ফেনী সদর হাসপাতালে দায়িত্ব পালনকালীন এযাবৎ ৬ জন ডাক্তার,১ জন কনসালডেন্ট,৪ জন নার্সসহ করোনা আক্রান্ত হয়েছেন মোট ২৩ জন।আক্রান্ত হওয়া ২৩ জনের মধ্যে সুস্থ হয়ে ইতিমধ্যে কর্মস্থলে যোগদান করেছেন ১৬ জন,বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন ৬ জন,হাসপাতালের পরিসংখ্যানবিদ পদে অতিরিক্ত দায়িতত্ব পালনকারী স্বাস্থ্য ও শিক্ষাবিদ মোমিনুল ইসলাম মজুমদার চিকিৎসাধীন থাকা অবস্থায় মৃত্যু বরণ করেন।
ফেনী সদর হাসপাতালে দায়িত্বরতদের মধ্যে করোনা আক্রান্ত হয়ে ১ জনের মৃত্যু,১৬ জনের সুস্থতা ও বর্তমানে ৬ জন চিকিৎসাধীন থাকার বিষয়টি নিশ্চিত করেছেন,হাসপাতালের তত্বাবধায়ক ডাঃআবুল খায়ের মিয়াজী।
