পাঁচটি বন্দুকসহ এক যুবক আটক

বরগুনার পাথরঘাটায় পাঁচটি একনলা বন্দুকসহ কামাল শিকদার নামের এক যুবককে আটক করা হয়েছে। গতকাল শুক্রবার রাত নয়টার দিকে বলেশ্বর নদসংলগ্ন পাথরঘাটার পদ্মা গ্রামের নিজের বাড়ি থেকে তাঁকে আটক করা হয়। কোস্টগার্ডের ভাষ্য, কামাল শিকদার দীর্ঘদিন ধরে বঙ্গোপসাগরে ডাকাতি করে আসছিলেন। একই সঙ্গে তিনি অস্ত্র বিক্রি করতেন। তিনি জলদস্যু জামাল বাহিনীর সক্রিয় সদস্য। লেফটেন্যান্ট মেহেদী হাসান বলেন, দীর্ঘদিন ধরে কামাল শিকদার সাগরে দস্যুতায় জড়িত। কোস্টগার্ডের সদস্যরা ছদ্মবেশে কামালের কাছ থেকে অস্ত্র কেনার জন্য তাঁর সঙ্গে যোগাযোগ করেন। গতকাল বিকেলে কামালকে অস্ত্র কেনা বাবদ টাকা দেন কোস্টগার্ডের ওই সদস্যরা। সে অনুযায়ী গতকাল রাতের কোনো এক সময় অস্ত্র নেওয়ার কথা হয় তাঁদের মধ্যে। কথা অনুযায়ী রাতে কামালের বাড়িতে যান কোস্টগার্ডের কয়েকজন সদস্য। এ সময় পাঁচটি একনলা বন্দুকসহ কামালকে হাতেনাতে আটক করা হয়।
