নেত্রকোনায় তুচ্ছ ঘটনায় রক্তক্ষয়ী সংঘর্ষে নারীসহ আহত-২০

মদন, (নেত্রকোনা) প্রতিনিধিঃ দাঙ্গাহাঙ্গামা যেন পারিবারিক ঐতিহ্য পরিণত হয়েছে নেত্রকোনার মদনের মাখনা গ্রামে। কিছু দিন পর পর এরকম দাঙ্গাহাঙ্গামা হয়ে থাকে। বুধবার (১৯ আগষ্ট) সন্ধ্যায় মদন উপজেলার ফতেপুর ইউনিয়নের মাখনা (দেওয়ান বাড়ি) গ্রামে দুই গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ ঘটে। এ সংঘর্ষে দু-পক্ষের নারীসহ অন্তত ২০ জন আহত হয়েছে।
আহরা হচ্ছে আলিমুল, খাজা মিয়া, আবুল হোসেন, আলিম দিলওয়ার, খাদিমুল ইসলাম, জয়দুল, শফিকুল,হাফিয়া, আলী হোসেন, উল্লাদ মিয়া শিখা মনি। আহতদের, উদ্ধার করে মদন স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে নিয়ে এলে পাঁচজনের অবস্থা আশংকাজনক থাকায় ময়মনসিংহ মেডিকেল কলেজে হাসপাতালে প্রেরন করার বিষয়টি নিশ্চিত করেছেন কর্তব্যরত চিকিৎসক ডাঃ আফজালুর রহমান।
আরও পড়ুন
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বুধবার দুপুরে মাখনা বাজারে বাবু সাথে হক মিয়ার দেখা হয়। পরে হক মিয়া বাবুর কাছে পাওনা বিশ টাকা চাইলে তাদের মধ্যে তর্কবিতর্ক বাধে। এরই জের ধরে বুধবার সন্ধ্যায় আবুল হোসেন ও উল্লাদ মিয়ার গ্রুপের মধ্যে দুই ঘণ্টা ব্যাপী সংঘর্ষ হয়। সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে। আহতদের উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাঠানো হয়েছে।
এ ব্যাপারে মদন থানার ওসি মোঃ রমিজুল হক জানান, এ ঘটনায় কোন অভিযোগ পাওয়া যায়নি । অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।
