নীলফামারী পৌরসভার ৮নং ওয়ার্ড কাউন্সিলর কলিম উদ্দিনের উপর সন্ত্রাসী হামলা

সাদ্দাম আলী, নীলফামারীঃ আজ দুপুরে পৌরশহরের সার্কিট হাউজপাগাস্থ নিজ বাড়িতে ওই সংবাদ সম্মেলনের আয়োজন করে তার পরিবার। সংবাদ সম্মেলনে নীলফামারী পৌরসভার প্যানেল মেয়র ঈসা আলী, জেলা পরিষদ সদস্য সাইদুর রহমান এ্যাপোলো, ইসরাত জাহান পল্লবী, পৌর কাউন্সিলর বাদশা আলমগীর, নীলফামারী বড় মসজিদের ইমাম খন্দকার আশরাফুল হক নুরী ও কাউন্সিলর কলিম উদ্দিনের স্ত্রী ফাতেমা খাতুন বক্তব্য রাখেন।
এ সময় পৌর কাউন্সিলর আব্দুল জলিল, আনিছুর রহমান, শিরিন নুর রিক্তাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। হামলার শিকার কাউন্সিলর কলিম উদ্দিন অভিযোগ করেন, ট্রাক চলাচলের অনুপযোগী
পৌর সভার রাস্তা দিয়ে ট্রাকে করে ইট বালু নেয়া এবং পৌরসভার অনুমোদন
ছাড়াই বাড়ি তুলছিলেন এলাকার আকলিমা খাতুন। এসবের প্রতিবাদ করে পৌরসভা থেকে অনুমতি নিয়ে কাজ করার অনুরোধ করা হলে আকলিমা খাতুন ও তার সন্তানেরা এতে কর্ণপাত না করে উল্টো নানা ভাবে হেনস্তা
করা শুরু করে। তারই জের ধরে গত ২৮অক্টোবর রাতে ডাকবাংলো এলাকা থেকে বাড়ি ফেরার সময় আকলিমার ছেলে শরিফ কাউন্সিলর কলিম উদ্দিনের উপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়।তিনি অভিযোগ করেন, এ ঘটনায় মামলা হলেও এখনো আসামী গ্রেফতার হয়নি। উল্টো ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহের চেষ্টা করছে হামলাকারীরা।
