চারটা মাস মানসিক চাপে ছিলেন তামিম

অবশেষে মাঠে ফিরতে পেরে আর সব খেলোয়াড়ের মতো তামিম ইকবালও খুশি। এই ফেরার মধ্য দিয়ে আপাতত পেছনে ফেলা গেছে কঠিন এক সময়। তামিম বলছেন, করোনায় ঘরবন্দী সময়টায় ভীষণ মানসিক চাপেই থাকতে হয়েছে তাঁদের। ক্রিকেটারদের ব্যক্তিগত অনুশীলন শুরু হয়েছে গত মাসে। এ অনুশীলনের দুটি পর্ব শেষে তামিম যোগ দিয়েছেন কাল থেকে। মাঝে চিকিৎসার জন্য লন্ডনে যাওয়া, সেখান থেকে ফিরে কোয়ারেন্টিনে থাকায় অনুশীলনে যোগ দিতে কিছুটা দেরি হয়েছে বাংলাদেশ ওয়ানডে অধিনায়কের। অবশেষে অনুশীলন যোগ দিয়ে কিছু নির্ভারই লাগছে তামিমের। করোনায় গত চারটা মাস যে সহজ ছিল না তাঁর, এই তিন-চার মাস অনেক কঠিন ছিল। সাধারণ একটা সফর থেকে ফিরে ৭-৮ দিনের একটা ছুটি পাই। ঘরবন্দী থাকলেও তামিম একেবারে বসে থাকেননি। স্বাস্থ্যের ব্যাপারে পরিবারের সদস্যদের নিয়ে চিন্তা ছিল। এই চার মাস অনেক কঠিন ছিল। অবশেষে আমরা যেটা করতে পছন্দ করি, সেই খেলাধুলা করতে পারছি। এটা অনেক ভালো ব্যাপার।
