করোনাকালে বসে নেই সিনেমার তারকারা

করোনাকালে খুব একটা শুটিং হয়নি সিনেমার। তবে করোনাকালে বসে নেই সিনেমার তারকারা। ভালোভাবে সিনেমার শুটিং শুরু হতে আরও মাসখানেক লাগবে। সিনেমার শুটিং না থাকলেও সরব আছেন ছোট পর্দা, ওয়েব সিরিজ, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র, নাটক, উপস্থাপনা ও বিজ্ঞাপনে। করোনা মহামারির কারণে সিনেমা হল বন্ধ, অনুমতি মিললেও খুব একটা শুরু হয়নি শুটিং। দু–একজন সিনেমার শুটিংয়ের ঘোষণা দিলেও এখনো বোঝা যাচ্ছে না ঠিক কবে সবকিছু স্বাভাবিক হবে। তাই সময়টাকে কাজে লাগাতেই সিনেমার বাইরের কাজগুলোতে মনোযোগ দিচ্ছেন চিত্রতারকারা।
