উভ/পটুয়াখালীর/গলাচিপায় বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস পালন

মু.জিল্লুর রহমান জুয়েল ও রাসেল হাওলাদার,গলাচিপা,পটুয়াখালী প্রতিনিধিঃ মুজিব বর্ষের আহবান যুব কর্মসংস্থান” এই স্লোগানকে সামনে রেখে গলাচিপায় বঙ্গবন্ধু জাতীয় যুব দিবস ২০২০ আজ রবিবার সকাল ১০ ঘটিকায় উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার এর সভাপতিত্বে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মুহাম্মদ শাহীন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ নিজাম উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান ওয়ানা মার্জিয়া নিতু, গলাচিপা প্রেসক্লাবের সভাপতি মুঃ খালিদ হোসেন মিলটন, যুব উন্নয়ন ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী আজগোর, সমবায় অফিসার মোঃ কামরুল ইসলাম, সমাজসেবা অফিসার মোঃ ওয়ালিউল্লাহ্ । আলোচনা শেষে সমিতির যুবকদের মাঝে যুব ঋণের চেক, ভিডিও চিত্র প্রদর্শনী, অপ্রতিষ্ঠানিক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন।
