অপি বুঝিয়ে দিলেন অভিনয়টা সত্তায় মিশে আছে

বরাবরই উৎসবের সময় পর্দায় দেখা যেত অপি করিমের অভিনয়। এ বছর এই একটি টেলিছবির মধ্য দিয়েই অভিনয়ে অনিয়মিত এই শিল্পী রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দিলেন এ সময়ের শিল্পীদের দিকে। বুঝিয়ে দিলেন অভিনয়টা সত্তায় মিশে আছে। ব্যক্তি ও পেশাগত জীবনের ব্যস্ততায় সেই সংখ্যা এখন ১–এ এসে ঠেকেছে। কোনো কোনো ঈদে তো সেই একটা কাজও করা হয় না। কিন্তু অপি করিম যখন পর্দায় ফেরেন তখন অভিনয়ে কোনো ঘাটতি থাকে না—এবারের ঈদুল আজহায় এর প্রমাণ মিলল। ঈদে প্রচারিত ভিকটিম টেলিছবিতে তাঁর অভিনয় নিয়ে ঈদের প্রায় ১৪ দিন পরও চলছে আলোচনা।
